পাসওয়ার্ড দিয়ে Pen Drive প্রোটেক্ট করুন

ইউসবি পেন ড্রাইভের সহজ ব্যবহার ও সহজলভ্যতার কারণে  এই ডিভাইসটির জনপ্রিয়তা এখন তুঙ্গে। এটি বহনযোগ্য ও যে কোন (বর্তমানের) কম্পিউটারে (ইনস্টল ছাড়া) ব্যবহার করা যায়। অনেকেই বার বার ব্যবহৃত গুরুত্বপূর্ন সফটওয়্যার, ব্যক্তিগত ব্যবহারের ডাটা, ছবি ইত্যাদি যা যে কোন সময় প্রয়োজন হতে পারে তা পেন ড্রাইভে রাখেন। এইসব গুরুত্বপূর্ণ ডাটা অন্যের হাতে চলে যেতে পারে প্রয়োজনীয় প্রোটেকশনের অভাবে। এই প্রোটেকশনের কাজটি করতে পারেন Rohos Mini Drive নামের সফটওয়ারটি দিয়ে। এটা দিয়ে ২ গিগাবাইটের এনক্রিপ্টেড পার্টিশন তৈরী করা সম্ভব। সফটওয়্যারটি পুরোপুরি এটি ফ্রিওয়্যার। ডাউনলোড করুন এখান থেকে।

সফটওয়্যারটি ইনস্টল করুন এবং ডাবল ক্লিক করে চালু করুন। Setup USB Key তে ক্লিক করুন। কম্পিউটারে পেন ড্রাইভ লাগানো থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করবে। আর লাগানো না থাকলে লাগাতে বলবে এবং লাগানোর সাথে সাথেই ডিটেক্ট করবে। আপনার পেন ড্রাইভে এনক্রিপ্টেড পার্টিশনের সাইজ কত হবে এবং ড্রাইভ লেটার কি হবে তা দেখাবে। আপনি চাইলে [Change...] এ ক্লিক করে তা পরিবর্তও করতে পারবেন। এবার আপানার পেন ড্রাইভের জন্য একটা পাসওয়ার্ড দিন। Create disk এ ক্লিক করুন পার্টিশন তৈরী হয়ে যাবে। পেন ড্রাইভে _rohos নামে একটি ফোল্ডার এবং Rohos mini নামে একটা প্রোগ্রাম তৈরী হবে। আপনি যে কোন কম্পিউটারে যখন পেন ড্রাইভটি লাগাবেন Rohos mini প্রোগ্রামটি চালু করে পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্টেড ড্রাইভটি এক্সেস করতে পারবেন। ড্রাইভটি সাধারনত R: হিসেবে থাকে। আপনি যদি এই এনক্রিপ্টেড ড্রাইভটির একটা ব্যাকআপ রাখতে চান তাহলে _rohos ফোল্ডারের অধীনে rdisk.rdi নামে একটা ফাইল আছে এটার একটা কপি কোথাও রেখে দিতে পারেন।