যদি আপনার কাছে উবুন্টুর সিডিটি না থাকে তাহলে এখান থেকেডাউনলোড করে নিন।
তারপর আপনি এই আইএসও ইমেজকে নিরো৮ এর সাহায্য নিয়ে ইমেজ হিসাবে বার্ণ করে এটাকে একটি বুটেবল সিডি বানান।

১॥   ‌উইন্ডোজ ব্যবহারকারীরা উইন্ডোজ আনইন্সটল না করেই কম্পিউটারে উবুন্টু ইন্সটল করতে পারবেন। এজন্য আপনাকে পর্যায়ক্রমে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলো ঠিকমত অনুসরণ করতে পারলে কোন ধরণের ডাটা/তথ্য না মুছেই নিরাপদে উইন্ডোজের পাশাপাশি একই হার্ডডিস্কে উবুন্টু ব্যবহার করতে পারবেন এবং উইন্ডোজ, উবুন্টু দুটোতেই বুট করতে পারবেন।
প্রথমেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে সর্বশেষ পার্টিশনে কমপক্ষে ১০ গিগাবাইট জায়গা খালি করুন(সাধারণভাবে উইন্ডোজে কোন হার্ডডিস্কের ড্রাইভ লেটার C:; D:; E: হলে সর্বশেষ লেটার E: হচ্ছে সর্বশেষ পার্টিশন)। ড্রাইভটিতে পর্যাপ্ত জায়গা থাকলে আপনি আরও বেশি খালি করতে পারেন, তবে ২০ গিগাবাইটের বেশি খালি করার প্রয়োজন নেই। জায়গা খালি করার পর ড্রাইভটি ডিফ্র্যাগমেন্ট করুন। এটি অত্যন্ত জরুরী, ডিফ্র্যাগমেন্ট না করলে উবুন্টু ইন্সটলের সময় ড্রাইভটির কিছু ফাইল হারিয়ে যেতে পারে। । উবুন্টু সিডিটি সিডি/ডিভিডি রম ড্রাইভে ঢুকিয়ে কম্পিউটার চালু/রিস্টার্ট করুন।
আপনার বায়োসে পাসওয়ার্ড দেয়া থাকলে পাসওয়ার্ড দিন অথবা পাসওয়ার্ড দেয়া না থাকলে কিছুক্ষণ অপেক্ষা করুন। Press Any Key to boot from CD..... লেখাটি আসলে কী-বোর্ডের যেকোন কী চাপুন। এরপর উবুন্টু লাইভ সিডির বুট অপশনগুলো থেকে ৫ম অপশনটি(Check CD for Defects) নির্বাচন করুন....

....................এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রগ্রেস বারটি পূর্ণ হয়ে গেলে লক্ষ্য করুন কোন ডিফেক্ট ধরা পরেছে কিনা...। ডিফেক্ট থাকলে সিডিটি পরিবর্তন করে অন্য সিডি ব্যবহার করুন এবং ডিফেক্ট না থাকলে সিস্টেম রিবুট করে পরবর্তী পদক্ষেপ অনুসরণ করুন।
এবার পুনরায় উবুন্টু সিডি থেকে বুট করে প্রথম অপশনটি(Start or install Ubuntu) নির্বাচন করুন। লাইভ সিডি চালুর জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। ২-৩ মিনিট পর উবুন্টু লাইভ সিডির ডেস্কটপ দেখতে পাবেন...

 

এবার Install আইকনে ডাবল ক্লিক করুন। Install উইন্ডো প্রদর্শিত হবে এখানে ভাষা হিসাবে English নির্বাচন করে(প্রথমে বাংলা সেট-আপ না করাই ভাল, উবুন্টু ইন্সটলের পর আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক সেট-আপ করে নিতে পারবেন) Forward বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে আপনার এলাকা নির্বাচন করে Forward এ ক্লিক করুন।
এরপরের উইন্ডোতে উভয় ঘরেই U.S. English নির্বাচন করে Forward করুন। এরপর পার্টিশন সম্পাদক শুরু হবে।
এরপর “How do you want to partition your disk?” লেখাটির নিচে প্রথম অপশনটি*(Guided -resize.....) নির্বাচন করে স্লাইডারটি ডানে বামে সরিয়ে কতটুকু জায়গা ব্যবহার করতে চান সেটি নির্বাচন করুন। আপনি ইচ্ছমত জায়গা নির্বাচন করতে পারেন তবে উইন্ডোজে খালি করা জায়গার চেয়ে বেশি ব্যবহার করবেন না।ছবিটি দেখুন...

বিশেষ সতর্কতা: পার্টিশন সম্পাদনার সময় Guided- Use Entire Disk অপশনটি নির্বাচন করবেন না!! এটি ব্যবহার করলে আপনার হার্ডডিস্কের সব ফাইল, অপারেটিং সিস্টেম এবং সকল ডাটা মুছে যাবে!

এরপর ফরওয়ার্ড বাটনে ক্লিক করুন। একটি উইন্ডো প্রদর্শিত হবে, সেখানে Continue ক্লিক করে আবার ফরওয়ার্ড করুন। Migrate Documents and Settings উইন্ডো প্রদর্শিত হবে, সেখানে কিছু না ফরওয়ার্ড করুন**। এবার Who are you উইন্ডোতে আপনার পূর্ণ নাম, লগ-ইন নাম, পাসওয়ার্ড এবং কম্পিউটারের নাম লিখে ফরওয়ার্ড করুন.....

 

সবগুলো পদক্ষেপ ঠিকমত অনুসরণ করলে এবং সিডিতে কোন ডিফেক্ট না থাকলে কিছুক্ষণের মধ্যেই উবুন্টু ইন্সটল হয়ে যাবে এবং পরবর্তীতে বুটের সময় উবুন্টুর গ্রাব লোডার দেখতে পাবেন। সেখান থেকে পছন্দমত উইন্ডোজ বা উবুন্টুতে বুট করতে পারবেন।

 

উপরোল্লেখিত পদ্ধতি সকল উবুন্টুর ক্ষেত্রে প্রযোজ্য।

ইনস্টলের পর চালু হতেই নতুন ওয়ালপেপারসহ ডেস্কটপ দেখতে পাবেন...................
 

সুত্রঃ আমি এই টিপস প্রজন্মের তানিম ভাইয়ের কাছ থেকে পেয়েছি তাই এখানে শেয়ার করলাম। হয়ত নতুনদের কাজে লাগতে পারে