বুটলোডার নিয়ে সমস্যা? Problem in Bootloader?

এর নাম EasyBCD। বর্তমানে এর ভার্সন চলছে 2.0। এটি একটি বুটলোডার পরিচালনাকারী টুল।

মূলত যেসব কাজে এটি খুব প্রয়োজন হবে,

সমস্যা ০১: উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন, এখন এক্সপি দিলেন কিন্তু দেখলেন যে সেভেন নাই। আবার সেভেন ইনষ্টল বা বুটলোডার রিপেয়ার করলেন তো দেখলেন এক্সপি হাওয়া এক্ষেত্রে দুটি বুটলোডার স্থাপন করা।

সমস্যা ০২: লিনাক্সের বুটলোডারও প্রস্তুত ডিলিট, যেমন ধরুন উবুন্তু দেয়া আছে G:\ তে কিন্তু C:\ ফরমেট দিয়েছেন এখন কি আবার লিনাক্স বেজড্ ওএস ইনষ্টল করবেন? না করতে হবে না!

সমস্যা ০৩: অপ্রয়োজীয় বুটলোডার কেটে দেয়া, যেমন, এক্সপি রিইনষ্টল করতে যেয়ে এখন একটি ফেক বুটলোডার তৈরি হয়ে গেছে। এখন অপ্রয়োজনীয়টি কেটে দিন।

সমস্যা ০৪: বুটলোডারের সাথে নিজের নাম লিখা (রিনেম করা যেমন Windows XP -> Win XP ASIF)

এটি কাজ করবে উইন্ডোজের সকল ভার্সনে সম্ভবত লিনাক্সেরও ভার্সন রয়েছে।
এবার উপরোক্ত সমস্যাগুলির সমাধান এর পদ্ধতি নিয়ে আলোচন করি,

কার্যপদ্ধতি,

আমি ধরে নিচ্ছি সি ড্রাইভে সেভেন বা ভিস্তা রয়েছে। আমরা অন্য কোন ড্রাইভে এক্সপি বা তারো পুরানো কোন ভার্সনের ওএস ইনষ্টল করলাম। এখন ভিস্তা বুটলোডার নষ্ট হয়ে যাবে। এখন সেভেন এর বুটলোডারটি রিপেয়ার করুন সেভেনের ডিভিডি দিয়ে। দেখা যাবে এক্সপি আসছে না। এবার EasyBCD ইনষ্টল করুন এবং ওপেন করে Add a Entry তে ক্লিক করুন। যে বুটলোডারটি এড করতে চান তা সিলেক্ট করে একটি নাম দিন ডিফল্ট হিসেবে ওএস এর নাম থাকে আপনি নিজের নামও দিতে পারেন, এরপর Add  Entry তে ক্লিক করুন। হয়ে গেল এক্সপির বুটলোডার স্থাপন।

বুটলোডার কেটে দেয়ার জন্য এবং রিনেম করার জন্য,
সফটওয়ারটি ওপেন করে Edit Boot Menu তে ক্লিক করুন। এখানে বর্তমান এন্ট্রিগুলো দেখা যাবে। এখান থেকে  বুটলোডার ডিলিট করা, সিরিয়াল করা, রিনেম করা, বুটলোডার ডিফল্ট হিসেবে সেট করা সহ অন্যান্য কাজ করা যাবে।

এটি একট ফ্রিওয়ার
 

ডাউনলোড করার জন্য  ক্লিক করুন