আপনার শ্রবণ শক্তি ঠিক আছে কিনা চেক করে নিন।

সাধারণত মানুষ 8kHz থেকে 22kHz ফ্রিকোয়েন্সির এর মধ্যে যেকোনো শব্দ শুনতে পায়। তবে যাদের বয়স ২৫ এর উর্ধে তারা সাধারনত 15kHz ফ্রিকোয়েন্সির এর উপরের কোনো শব্দ শুনতে পায়না, এটা সাধারন ব্যপার…
এখানে 8kHz থেকে 22kHz এর কিছু শব্দের লিস্ট দেওয়া আছে।

এখানে ক্লিক করুন

টেস্ট করে দেখুন বর্তমানে আপনার কানের অবস্থা কি….

যদি সবগুলো শব্দ ঠিকভাবে শুনতে পান তাহলে বুঝতে হবে আপনার কানের অবস্থা এখনো বেশ ভাল।

যারা হেডফোন বা আইপড ব্যবহার করে গান শুনেন কিংবা দীর্ঘক্ষন মোবাইল কানে লাগিয়ে কথা বলেন, কলকারখানায় উচ্ছ শব্দের মধ্যে কাজ করেন তাদের শ্রবনশক্তি কমে যাওয়ার আশংকা বেশি। সবচেয়ে বেশি ঝুকিতে থাকে শিল্পীরা।