অভ্র দিয়ে সহজে বাংলা লিখুন (যারা বাংলা লিখতে পারেননা)

 

একটা সময় ছিল যখন সবাই বিজয় কীবোর্ডে বাংলা লিখত । এখনও লিখে । তবে যারা এখনও বাংলা লিখতে পারেন না তারা অতি সহজেই অভ্র কীবোর্ডের মাধ্যমে বাংলা লেখা ইংলিশ লেখার মতই টাইপ করতে পারবেন ।যেমন " compiuTar " টাইপ করলে  কম্পিউটার হয়ে যাবে।বাংলা লিখার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অভ্র। ইউনিকোড ভিত্তিক বলে ওয়েব সাইট এ বাংলা ব্যবহারে আলোড়ন সৃষ্টি করেছে অভ্র। অভ্র দিয়ে আপনি ব্লগ, ইমেইল সহ ইন্টরনেটে সহজে বাংলা লিখতে পারবেন।
যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা অভ্র সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এখান থেকে ।  নিচে বিস্তারিত বর্ননা দেয়া হলো।
১। সফটওয়ারটি ইনস্টল করার পর নিচের ছবির মত একটি বার আসবে।

২। অভ্র কী বোর্ড Enable/ Disable করার জন্য F12 প্রেস করতে হবে।

৩। কী বোর্ড লেআউট পরিবর্তন করার জন্য নিচের ছবির দেখানো লাল চিহ্নিত স্থানে ক্লিক করে বোর্ড লেআউট পরিবর্তন করতে পারবেন।

৪।  কী বোর্ড লেআউটদেখার জন্য অভ্র বারে স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে Select keyboard layout > Show active keyboard সিলেক্ট করুন।

৫। অভ্র কীবোর্ড লেআউট চলে আসবে।

৫। ডেস্কটপের বারটি নিচের টাস্কবারে নেয়ার জন্য  ডেস্কটপে অভ্র বারে স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে Jump to system tray সিলেক্ট করুন।

৬। যুক্তবর্ণ বা টাইপ করতে অন্য কোন সমস্যার জন্য হেল্প অপসনে দেখুন। এ জন্য ডেস্কটপে অভ্র বারে স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে help file > Bangla Typing with Avro Phonetic সিলেক্ট করে ক্লিক করুন। হেল্প ফাইলটি pdf ফরমেটের pdf ফাইল খোলার জন্য adove Reader সফটওয়ার ব্যবহার করুন। সফটওয়ারটি না থাকলে এখান থেকে ডাউনলোড করুন। ডাউনলোড করার আগে অপারেটিং সিস্টেম, ভাষা এবং ভারসন সিলেক্ট করুন।