ইউনিকোড বাংলা পড়তে আপনার কম্পিউটার সিস্টেম কনফিগার করুন

বাংলা ওয়েবসাইট পড়তে সমস্যা হলে আপনার কম্পিউটার সিস্টেম কনফিগার

করতে হবে।বাংলা ইউনিকোড ফন্ট কেবল উইন্ডোস ২০০০, উইন্ডোস এক্সপি

এবং উইন্ডোস ভিস্তাতেই পড়া সম্ভব।

উইন্ডোস এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।

১। স্টার্ট মেনুতে যান > কন্ট্রোল প্যানেল খুলন > রিজিওনাল এন্ড ল্যাঙ্গুয়েজ

      অপশন খুলুন।

২। ল্যাঙ্গুয়েজ ট্যাবে গিয়ে " সিলেক্ট ইনস্টল ফাইল ফর কমপ্লেক্স স্ক্রিপ এন্ড

      রাইট - টু - লেফট  ল্যাঙ্গুয়েজ " এর পাশে ঠিক চিহ্ন দিন।

৩। ওকে অপশন ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।

৪। এবার এই ওয়েব সাইট থেকে ফন্ট ডাউনলোড করে নির্দেশ মত ফন্ট

      ইনস্টল করুন।