ফেসবুক, সহ বিভিন্ন মেসেঞ্জারে চ্যাট করুন জাভা মোবাইলে

মোবাইল ফোনে লিখে লিখে চ্যাট করার হার দিন দিন বাড়ছেজাভা, সিমবিয়ান সফটওয়্যার সমর্থন করে এমন যেকোনো মোবাইল ফোন সেটের জন্য আছে বেশ কিছু চ্যাট করার সফটওয়্যারএগুলো অ্যাপলের আইফোন বা গুগলের অ্যান্ড্রয়েডেও কাজ করে এসব সফটওয়্যারের মধ্যে জনপ্রিয় হলো নিমবাজ
নিমবাজ সফটওয়্যার দিয়ে মোবাইল ফোনে সব সময় ইন্টারনেটের চ্যাট সেবাগুলোতে অনলাইন থাকা যায়নিমবাজের মাধ্যমে মোবাইল ফোনে ইয়াহু, এমএসএন, ফেসবুক, মাইস্পেস, এআইএম, স্কাইপি গুগলটকসহ বিভিন্ন তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সফটওয়্যারগুলো চালু রাখা যায়এ ছাড়া নিমবাজ ব্যবহারকারীরা নিজেদের মধ্যে ভয়েস চ্যাট করতে পারবে
নিমবাজ ব্যবহার করতে হলে প্রথমে নিমবাজ ডাউনলোড করুনতারপর নিমবাজে ইউজার আই,ডি ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুনঅ্যাকাউন্ট  তৈরি হলে লগইন করুন  তারপর  Tools > Options এ যান

 

পেজ খুললে Communities যানএখানে যে মেসেঞ্জারে চ্যাট করতে চান সে মেসেঞ্জার সিলেক্ট করে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন

 

নিমবাজের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ছবি, ফাইল ও ভিডিও আদান-প্রদান করা যায়নিমবাজের ফোনবুকে মোবাইলের ফোনবুকের কণ্টাক রাখা যায় ফলে মোবাইল হারালেও ফোনবুকের নম্বর হারানোর ভয় থাকে নানিমবাজের মাধ্যমে ব্যবহারকারী তার নিজের অবস্থান অন্য সবার সঙ্গে শেয়ার করতে পারবে এবং বন্ধুদের অবস্থানও নিমবাজের ম্যাপে বসাতে পারবেনিমবাজ মোবাইল ছাড়াও ডেক্সটপ কম্পিউটার ও নিমবাজের ওয়েবসাইট থেকে ব্যবহার করা যায়নিমবাজ ওয়েব চ্যাটের সুবিধা হলো এটি ফায়ারওয়াল থাকলেও কাজ করতে পারেনিমবাজ বিনামূল্যে ডাওনলোড ও ব্যবহার করা যায়এ জন্য ব্যবহারকারীকে কোনো পয়সা খরচ করতে হয় নাতবে নিমবাজ দিয়ে বিভিন্ন দেশের ল্যান্ডফোনে কল করতে হলে নিমবাজ ক্রেডিট কিনতে হয়নিমবাজ ডাওনলোড করা যাবে (www.nimbuzz.com) ওয়েবসাইট থেকে